• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নববর্ষে বলিউড তারকারা কে কোথায় 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০৪:১৮ পিএম
নববর্ষে বলিউড তারকারা কে কোথায় 

বছর শেষে নতুন কিছুর প্রত্যাশায় থাকে মানুষ। নতুন বছরকে স্বাগত জানাতে এসময় সারা বিশ্বের মানুষ নানাভাবে উদযাপন করে। বলিউড তারকারাও তাদের কাছের এবং প্রিয়জনদের সঙ্গে ইংরেজি নতুন বছর উদযাপন করেছেন। সোশ্যাল মিডিয়াতে সেইসব ছবিও শেয়ার করেছেন। 

বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি তাদের ইংরেজি নববর্ষ উদযাপন করতে বিদেশে উড়ে যেতে দেখা গিয়েছিল, তখন কেউ কেউ বাড়িতেই নতুন বছর উদযাপন করার সিদ্ধান্ত নেয়। ছবিতে ছবিতে দেখা নেওয়া যাক বলিউড তারকাদের নতুন বছর উদযাপনের বিশেষ মুহূর্ত -

লন্ডনে সোনাম কাপুরকে তার স্বামী আনন্দ আহুজার সঙ্গে নতুন বছর উদযাপন করতে দেখা গিয়েছে। 

পুরোপুরি আয়েশি ভঙ্গিতে মালদ্বীপ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন হৃতিক রোশন

সাউথ আফ্রিকায় স্বামী ভিরাট কোহলির সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী আনুশকা শর্মা

পরিবারের সঙ্গে আমুদে ভঙ্গিতে কারিনা কাপুর খান

করোনা মহামারির মধ্যেও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন কাপুর। 

যুক্তরাষ্ট্র থেকে অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনস।

Link copied!